কিছু্ কম্পিউটার টিপস
Bangla Computer Tips
১. আপনার কম্পিউটার অনতত ১ মাস পর পর খুলে সব parts পরিস্ককার করে নতুন করে লাগিয়ে দিন।
২. Ram (Random AccessMemory) খুলে আলতু করে তুলো বা টিস্যু দিয়ে মুছে আবার নতুন করে লাগিয়ে ফেলুন।
৩. আপনার কম্পিউটারের ‘Cooling Fan’ মুছে পরিষ্কার করে রাখতে হবে নিয়মিত।
৪. কম্পিউটারের উপর এমন কিছু রাখা ঝাবেনা।
৫। আপনার কাজ শেষে কম্পিউটার সব ফাইল Close করে তার পর কম্পিউটার Off করুন।
৬।কম্পিউটার যদি UPS ব্যবহার না কার থাকেন তা হলে এটি ব্যবহার করুন যতে কোন File নষ্ট না হয়।
২. Ram (Random AccessMemory) খুলে আলতু করে তুলো বা টিস্যু দিয়ে মুছে আবার নতুন করে লাগিয়ে ফেলুন।
৩. আপনার কম্পিউটারের ‘Cooling Fan’ মুছে পরিষ্কার করে রাখতে হবে নিয়মিত।
৪. কম্পিউটারের উপর এমন কিছু রাখা ঝাবেনা।
৫। আপনার কাজ শেষে কম্পিউটার সব ফাইল Close করে তার পর কম্পিউটার Off করুন।
৬।কম্পিউটার যদি UPS ব্যবহার না কার থাকেন তা হলে এটি ব্যবহার করুন যতে কোন File নষ্ট না হয়।
৭।আপনার কম্পিউটারটি সব সময় ভাইরাস ( VIRUS) মুক্ত রাখুন যাতে কোন ফাইল নষ্ট করতে না পারে এর জন্য অ্যান্টিভাইরাস (Antivirus ) ব্যবহার করুন।
৮। আপনার কম্পিউটারটি সব সময় ভাল স্থানে রাখুন যাতে আলো-বাতাস লাগে।
৯। আপনার কম্পিউটারে যাতে ময়লা না পরে এমন স্থানে রাখুন।
১০। আপনার কম্পিউটারে Desktop কোন ফাইল সেভ করবেন না এতে কম্পিউটারে slow motion কাজ করে থাকে।
১১. আপনার কম্পিউটারে major problems না হলে windows Xp setup দিবেন না।
১২. আপনার কম্পিউটারে পরিস্কার করুন Blower Machine দিয়ে।
৮। আপনার কম্পিউটারটি সব সময় ভাল স্থানে রাখুন যাতে আলো-বাতাস লাগে।
৯। আপনার কম্পিউটারে যাতে ময়লা না পরে এমন স্থানে রাখুন।
১০। আপনার কম্পিউটারে Desktop কোন ফাইল সেভ করবেন না এতে কম্পিউটারে slow motion কাজ করে থাকে।
১১. আপনার কম্পিউটারে major problems না হলে windows Xp setup দিবেন না।
১২. আপনার কম্পিউটারে পরিস্কার করুন Blower Machine দিয়ে।
জেনে নিন কিবোর্ড ছাড়াই যেভাবে কম্পিউটার চালাবেন ?
আপনার কম্পিউটারে কিবোর্ড নষ্ট হয়ে গেলে আপনি কি করবেন এ সময়। কম্পিউটারে চলানোর জন্য কিবোর্ড একটি গুরুত্ব পূর্ন Device যা দিয়ে কম্পিউটারে সব কমfন্ড দেয়া হয়ে থাকে ফলে এর গুরুত্ব আনেক।আর যে টাইম এ কিবোর্ডটি নষ্ট হবে সে সময় এই কিবোর্ডটি কিনা সম্ভব ও না । আর সেই সময় কাজ চালানোর জন্য আপনার কম্পিউটারে একটা ব্যবস্থা আছে যা দিয়ে সাময়িক কাজটি চালিয়ে নিতে পারবেন।
প্রথমে আপনি যা করবেন কম্পিউটারে Start button এ Click করুন তার পর দেখবেন
• All Programs —Accessories —- Ease of Access——On-Screen Keyboard.
পেয়ে যাবেন আপনার কাংখিত কিবোর্ড।
প্রথমে আপনি যা করবেন কম্পিউটারে Start button এ Click করুন তার পর দেখবেন
• All Programs —Accessories —- Ease of Access——On-Screen Keyboard.
পেয়ে যাবেন আপনার কাংখিত কিবোর্ড।
জেনে নিন keyboard সাহায্যে Start করুন কম্পিউটার।
আমরা যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি তারা সাধারনত CPU(Central Processing Unit) power Batton a Clock করে কম্পিউটার চালু করে থাকি। আবার যদি কপাল খারাপ খাকে তাহলে power button a Clock করে কম্পিউটার চালু করতে পারুছনা বা কম্পিউটার open করা য়ায না ।
আর টেকনিক জানা থাকলে power Batton না চেপে কি-বোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করা যায়।
আর টেকনিক জানা থাকলে power Batton না চেপে কি-বোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করা যায়।
এর জন্য প্রথমে আপনার যা করতে হবে
কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন চেপে Bios-এ যান।এরপর Power Management Setup, Select করুন, করে Enter চাপুন।তারপর Power on my keyboard, Select করে, Enter চাপুন।Password Select করে, Enter দিন।তারপর Enter Password-এ যে কোন একটি Password আপনার মত করে দিন এবং F10 চেপে বেরিয়ে আসুন। যাতে একটি চাপে open করতে পারেন আপনার কম্পিউটা।
এই পদ্ধতিটি শুধু মাত্র (Gigabyte Motherboard) গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য।
No comments