Tanjir Ahamed

Welcome to my website.Visit my facebook profile facebook.com/tanjir745.

TANJIR AHAMED BADHON
TANJIR AHAMED BADHON

Computer Keyboard Shortcurt

 কিবোর্ড শর্টকাট; কি-বোর্ডের ২০০টি শর্টকাট ব্যবহার

আপনার কম্পিউটারে মাউসের ব্যবহার কমিয়ে কম্পিউটার কিবোর্ড শর্টকাট ব্যবহার বাড়ান৷ কারণ, মাউসে সমস্যা হলে আপনার কম্পিউটার অকেজো হয়ে পরে৷ কম্পিউটার কিবোর্ড শর্টকাট তার থেকে মুক্তি পাবেন কম্পিউটার কিবোর্ড শর্টকাট দিয়েই প্রয়োজনীয় কাজগুলি করতে পারলে আর তাছাড়া মাউসের থেকে কিবোর্ড ব্যবহার করে কাজ করলে আপনার কাজের সময়ও অনেক কমবে ৷
মাউস পয়েন্টার নিয়ে সঠিক জায়গায় ক্লিক করে কাজ করতে যা সময় লাগে তার অর্ধেক সময়ে আপনি কম্পিউটার কিবোর্ড শর্টকাট ব্যবহারে কাজ করতে পারবেন ৷ তাই দ্রুত ভালো কাজের জন্য কম্পিউটার কিবোর্ড শর্টকাট নিয়ে আমাদের আলোচনা। আশা করি এই প্রতিবেদনে আপনার কম্পিউটার কিবোর্ড শর্টকাট সম্পকর্ে সম্পুর্ণ ধারণা হয়ে যাবে ইনশা-আল্লাহ।


Keyboard এর F1 থেকে F12 এর ব্যবহার

F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয়।
আমরা যারা windows ব্যবহার করি তারা কমবেশি সকলেই জানি কিবোর্ডের Function key কি কাজ করে। আসুন আর একবার একটু জেনে নিই keyboard এর সবগুলো Function key এর কাজ –
F1 : উইন্ডোজের সমস্যায় সাহায্যের জন্য F1 চাপতে হয়।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের (Rename) জন্য এটি ব্যবহৃত হয়। Alt+Ctrl+F2 চেপে ms word এর নতুন ফাইল খোলা হয়।
এছাড়া Ctrl+F2 চেপে ওয়ার্ডে Print Priview দেখা যায়।
F3: এটি দিয়ে windows এর প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। এছাড়া Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ অনায়াসে করা যায়।
F4 : এই কি দিয়ে word এর last action performed আবার পুনরায় (Repeat) করা যায়। Alt+F4 চেপে active সব প্রোগ্রাম close করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। কঠিন রিফ্রেশের জন্য ctrl+F5 চাপতে হবে। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
আরো পড়ুন: গুগল সার্চের কিছু অবাক করা কান্ড! দেখে নিন ১৬টি ‘ইস্টার এগ’
F6 : এই key দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায়address bar নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ms word এ active program চালু করবেন।
F7 : ওয়ার্ডে বিভিন্ন ব্যাকরন এবং বানান ঠিক করা হয়। এছাড়া ফায়ারফক্সের Caret browsing চালু করতে পারেন। এছাড়া Shift+F7 চেপে ওয়ার্ডের কোন selected শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার জন্য চালু করতে পারেন।
F8 : অপারেটিং সিস্টেম চালু করার সময় অনেক সময় এই কি ব্যবহৃত হয়। যেমন, উইন্ডোজ Safe Mode এ চালাতে এই কি ব্যবহৃত হয়।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার open করার জন্য F9 কি ব্যবহৃত হয়।
F10 : browser অথবা যেকোন active উইন্ডোর মেনুবার select করা যায়।Shift+F10 চেপে selected লেখা/attach/লিংক.ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা যায় এই কি চেপে।
F11: Browser কে Full Screen এ দেখা যাবে।
F12 : ms word এর Save as উইন্ডো open করা যায় এই কি চেপে। এছাড়া Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করতে পারবেন। Ctrl+Shift+F12 চেপে ms word এপ ফাইল print করা হয়।

দ্রুত সফটওয়্যার পরিবর্তন

যদি আপনি একই সময়ে একাধিক সফটওয়্যারে কাজ করে থাকেন, তবে বারবার মাউসের মাধ্যমে নির্দেশনা দেওয়া বিরক্তির মনে হতে পারে। তাই ALT ও TAB বোতাম দুটি একসঙ্গে চেপে সহজেই এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে যেতে পারবেন। ম্যাক ওএস-এ COMMAND ও TAB বোতাম চেপে এই সুবিধা পাওয়া যাবে।
কম্পিউটার লক করতে
কম্পিউটারে ব্যক্তিগত বা গোপনীয় কোনো কাজের ফাঁকে হুট করে কোথাও যেতে হলে কম্পিউটারটি লক করে যাওয়া ভালো। না, সত্যিকার তালা লাগিয়ে যেতে বলছি না। কম্পিউটারে দ্রুত ভার্চ্যুয়াল লকটি সক্রিয় করতে চাইলে উইন্ডোজ লোগো ও L বোতামটি একসঙ্গে চাপলেই তা হয়ে যাবে। ম্যাক ওএসের সর্বশেষ সংস্করণে COMMAND, CTRL ও Q বোতাম একসঙ্গে চাপলেই কম্পিউটার লক হবে।
সফটওয়্যার বন্ধ করতে চাইলে
তড়িঘড়ি করে কোনো খোলা সফটওয়্যার বন্ধ করতে চাইলে একসঙ্গে চাপতে পারেন ALT ও F4 বোতাম। ম্যাক ওএসে এই সুবিধা পাওয়া যাবে COMMAND ও Q বোতাম একসঙ্গে চেপে।
আন্ডুর বিপরীত রেডু করতে চাইলে
বেশির ভাগ ক্ষেত্রে কম্পিউটারে লেখার সময় কোনো কিছু পরিবর্তন করে ফেললে তা আবার ফিরিয়ে আনা যায় আন্ডুর মাধ্যমে। তবে আন্ডু করা অংশ আবার পুনরায় ফিরিয়ে আনতে ব্যবহৃত হয় রেডু। কম্পিউটারে CTRL ও Y একসঙ্গে চাপলেই যেকোনো পরিবর্তন রেডু হয়ে যাবে। ম্যাক ওএসে এই সুবিধা পেতে একসঙ্গে চাপতে হবে COMMAND, SHIFT ও Z বোতাম।
যেকোনো কিছু সিলেক্ট করতে
মাউসের বাম বোতাম চেপে যেকোনো কিছুই সিলেক্ট বা নির্দিষ্ট করা যায়। তবে কম্পিউটারে কোনো লেখা বা ক্ষুদ্র কিছু সিলেক্ট করতে মাউসের ব্যবহারে রয়েছে বেশ ঝামেলা। সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কি-বোর্ড শর্টকাট। CTRL ও SHIFT বোতামের সঙ্গে দিকনির্দেশক কি (Arrow Keys) চেপে যেকোনো দিকে যেকোনো কিছু সিলেক্ট করা যাবে। ম্যাক ওএসে সুবিধাটি ব্যবহার করতে CTRL এর বদলে চাপতে হবে COMMAND বোতাম।
ডেস্কটপে যেতে
কোনো সফটওয়্যার ব্যবহার করার সময় ডেস্কটপে যেতে চাইলে সফটওয়্যারটি বন্ধ করার প্রয়োজন নেই। সে ক্ষেত্রে উইন্ডোজ লোগো ও D একসঙ্গে চাপলেই ডেস্কটপ দেখা যাবে।
সেটিংস খুলতে
কন্ট্রোল প্যানেলের ভেতরেই থাকে কম্পিউটারের সাধারণ সেটিংস। সেটি চটজলদি খুলতে চাইলে উইন্ডোজ লোগো বোতাম ও I (আই) একসঙ্গে চাপলেই বেরিয়ে আসবে সাধারণ সেটিংস।
টাস্ক ম্যানেজার চালু করতে
কম্পিউটারে সাধারণত কোনো সফটওয়্যার আটকে গেলে টাস্ক ম্যানেজারের প্রয়োজন পড়ে। সহজেই তা চালু করতে CTRL, SHIFT ও ESC বোতাম একসঙ্গে চাপলেই চালু হয়ে যাবে টাস্ক ম্যানেজার। ম্যাক ওএসে COMMAND, OPTION ও ESC বোতাম একসঙ্গে চাপলেই এ সুবিধা পাওয়া যাবে।
স্থায়ীভাবে ফাইল মুছে ফেলতে
কম্পিউটারে কোনো ফাইল মুছে ফেলতে ডিলিট বোতামে চাপলেই সেটি মুছে যায়, তবে অস্থায়ীভাবে। ফাইলটি জমা হয় রিসাইকেল বিনে। স্থায়ীভাবে কিছু ফেলতে চাইলে একসঙ্গে SHIFT ও DEL বোতাম চাপলেই তা মুছে যাবে। ম্যাক ওএসে COMMAND, OPTION ও DELETE বোতাম চেপে স্থায়ীভাবে মুছে ফেলা যাবে যেকোনো ফাইল।
স্ক্রিনশট নিতে
স্মার্টফোনের মতো কম্পিউটারেও প্রায়শ প্রয়োজন পড়ে স্ক্রিনশট নেওয়ার। উইন্ডোজ কম্পিউটারে সেই সুবিধা পেতে চাপতে হবে CTRL ও PRTSCN বোতাম। ম্যাক ওএসে চাপতে হবে COMMAND, SHIFT ও 3 বোতাম।
CTRL + C (কপি করুন)
Ctrl + X (কাট)
Ctrl + V (পেস্ট)
CTRL + Z এর (পূর্বাবস্থায় ফিরুন)
DELETE (Delete)
Shift + DELETE (রিসাইকেল বিনে আইটেমটি স্থাপন ছাড়া স্থায়ীভাবে নির্বাচিত আইটেম মুছুন)
CTRL যখন একটি আইটেম (নির্বাচিত আইটেম কপি) টেনে
Ctrl + Shift যখন একটি আইটেম টেনে (নির্বাচিত আইটেমের একটি শর্টকাট তৈরি করুন)
CTRL + Right Arrow (পরবর্তী শব্দের শুরুতে সন্নিবেশ বিন্দু সরান)
CTRL + Left Arrow (পূর্ববর্তী শব্দের শুরুতে সন্নিবেশ বিন্দু সরান)
CTRL + Down Arrow (পরবর্তী অনুচ্ছেদের শুরুতে সন্নিবেশ বিন্দু সরান)
CTRL + Up Arrow (পূর্ববর্তী অনুচ্ছেদের শুরুতে সন্নিবেশ বিন্দু সরান)
তীরচিহ্নগুলি সাথে Ctrl + Shift (টেক্সট একটি ব্লক শব্দ হাইলাইট হবে)
Ctrl + A (সকল নির্বাচন করুন)
ALT + ENTER (নির্বাচিত আইটেমের জন্য বৈশিষ্ট্য দেখুন)
Alt + F4 (সক্রিয় আইটেমটি বন্ধ, অথবা সক্রিয় প্রোগ্রাম প্রস্থান)
ALT + ENTER (নির্বাচিত বস্তুর বৈশিষ্ট্যাবলী প্রর্দশিত)
ALT + Spacebar (সক্রিয় উইন্ডোর শর্টকাট মেনু খুলুন)
Ctrl + F4 (সক্রিয় ডকুমেন্ট বন্ধ প্রোগ্রাম যে আপনি একাধিক নথি আছে সক্রিয় মধ্যে opensimultaneou সেয়ানা)
ALT + TAB এর (খোলা আইটেম মধ্যে স্যুইচ করুন)
Alt + Esc (যাতে তারা খোলা হয়েছে এ আইটেম মাধ্যমে সাইকেল)
Shift + F10 (নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু প্রদর্শন)
ALT + Spacebar (সক্রিয় উইন্ডোর জন্য সিস্টেম মেনু প্রদর্শন)
Ctrl + Esc (স্টার্ট মেনু প্রদর্শন)
ALT + নিম্নরেখাঙ্কিত চিঠি (সংশ্লিষ্ট মেনু প্রদর্শন) একটি খোলা মেনুতে একটি কমান্ডের নাম আন্ডারলাইন চিঠি (অনুরূপ কমান্ড চালনার)
Right Arrow (ডান পাশে মেনু খুলুন, বা একটি সাবমেনু ওপেন)
Left Arrow (বাম পাশে মেনু খুলুন, বা একটি সাবমেনু বন্ধ)
BACKSPACE (আমার কম্পিউটার বা উইন্ডোজ এক্সপ্লোরার ফোল্ডার onelevel আপ দেখুন)
Ctrl + Tab (ট্যাব মাধ্যমে অগ্রসর)
CTRL + Shift + Tab (ট্যাব মাধ্যমে পশ্চাদবর্তী)
Tab (বিকল্পগুলির মাধ্যমে অগ্রসর)
Shift + Tab (বিকল্পগুলির মাধ্যমে পশ্চাদবর্তী)
ALT + নিম্নরেখাঙ্কিত চিঠি (অনুরূপ কমান্ড চালনার বা সংশ্লিষ্ট বিকল্প নির্বাচন করুন)
ENTER (সক্রিয় বিকল্প বা বোতাম জন্য কমান্ড চালনার)
Spacebar (নির্বাচন করুন অথবা চেক বক্স পরিষ্কার যদি সক্রিয় বিকল্প একটি চেক বক্স)
BACKSPACE (কোন ফোল্ডারে এক স্তর আপ খুলুন যদি কোন ফোল্ডারে সেভ হিসেবে বা ওপেন ডায়ালগ বক্স-এ নির্বাচিত করা হয়(কালেক্ট) TANJIR AHAMED

Keyboard shortcut; 200 keyboard shortcuts uses

Increase the use of computer keyboard shortcut by reducing the use of mouse in your computer. Because, if there is a problem with mouse, your computer becomes useless. Computer keyboard shortcut will get rid of it if you can do the necessary tasks with computer keyboard short cuts Also working using keyboard from mouse will reduce your working hours too ৷
You can work using computer keyboard shortcuts half the time it takes to click on mouse pointers ৷ So we discuss computer keyboard short cuts for quick better work. Hope this report will give you a complete idea about your computer keyboard shortcut Insha-Allah.

Use of Keyboard F1 to F12

What is a dozen from F1 to F12 called functions.
Most of us who use windows know what Function key of keyboard works. Come, let's know once more about all the function key works of keyboard -
F1: Press F1 to help with windows problems.
F2: This is usually used to change the name of a file or folder. New file of ms word is opened by pressing Alt+Ctrl+F2
Also Print Priview can be seen in the ward by pressing Ctrl+F2
F3: It launches the search facility for windows programs. In addition to pressing Shift+F3, the work of word from large hand to small hand or the first letter of each word starts with large hand color etc. can be done effortlessly.
F4: With this what the word's last action performed can be repeated (Repeat). All programs active are closed by pressing Alt+F4. Ctrl+F4 activated windows are closed.
F5 : Microsoft windows, internet browser etc are refreshed by pressing F5. Press ctrl+F5 for hard refresh. Window opens find, replace, go to the ward.
Read more: Some shocking things by Google Search! Check out 16 'Easter Eggs'
F6: With this key, the mouse carcer is taken to the address bar instead of the web browser. Press Ctrl+Shift+F6 and start an active program on ms word.
F7 : Different grammar and spelling are fixed in the ward. Also Firefox can start Caret browsing. You can also press Shift+F7 to know any selected word symbols, opposite words, type of word etc.
F8: What is used often when launching an operating system. Like, this is what is used to run windows on Safe Mode.
F9 : Quark Express 5. What is the F9 used to open the 0 mega toolbar.
F10 : can select browser or any active window menu. Shift+F10 press selected text/attach/link. How can you click the right button keeping the mouse on the picture by pressing this?
F11: Browser can be seen on Full Screen.
F12 : Save as window of ms word can be opened by pressing this. In addition, you can save Microsoft Word file by pressing Shift+F12. Ctrl+Shift+F12 printing ms word app file.
Quick change of software
If you're working on multiple software at the same time, repeatedly directing through a mouse can seem boring. So by pressing the ALT and TAB buttons together, you can easily go from one software to another. Pressing COMMAND and TAB buttons at Mac OS will get this benefit.
To lock the computer
It is better to lock the computer if you want to go somewhere in between private or private work. No, not saying to lock real. If you want to activate a virtual lock in the computer quickly, pressing the Windows logo and L button together, it will be done. If you press COMMAND, CTRL and Q buttons together in the latest edition of Mac OS, the computer will lock.

If you want to turn off the software

If you want to turn off any open software by clocking, you can press ALT and F4 button together. This facility is available at Mac OS by pressing the COMMAND and Q buttons together.
If you want to redoo opposite of Andu
In most cases, changing something while writing on the computer can be brought back via Andu. But Redu is used to bring back the knee part again. If CTRL and Y are pressed together in the computer, any change will be redued. Press COMMAND, SHIFT and Z buttons together to get this benefit in Mac OS.
To select anything
Anything can be selected or specified by pressing the left button of the mouse. But there is a lot of problems in the use of mouse to select something or small in the computer. Keyboard shortcuts can be used in that case. Anything can be selected by pressing Arrow Keys with CTRL and SHIFT buttons. To use the facility in Mac OS, press the COMMAND button instead of CTRL.
To go to the desktop
If you want to go to the desktop while using any software, you don't need to turn off the software. In that case, if you press windows logo and D together, you can see the desktop.
To open the settings
General settings of computer lies inside the control panel. If you want to open it quickly, press the windows logo button and I (i) together, the general settings will come out.
Task Manager to start
Usually a task manager is required when a software gets stuck in a computer. If you press CTRL, SHIFT and ESC buttons together to start it easily, the task manager will start. If you press COMMAND, OPTION and ESC button together in Mac OS, you will get this benefit.
To delete files permanently
If you press the delete button to delete a file in a computer, it can be deleted, but temporarily. The file is deposited in the recycle bin. If you want to drop something permanently, press SHIFT and DEL button together will be erased. Any file can be deleted permanently by pressing COMMAND, OPTION and DELETE button in Mac OS.
To take a screenshot
Like smartphones, taking screenshots are often required in computers. Press CTRL and PRTSCN buttons to get that benefit in Windows Computers. COMMAND, SHIFT & 3 buttons to Mac OS.
CTRL + C (Copy )
Ctrl + X (cut )
Ctrl + V (paste)
CTRL + Z's (Back To Restoration)
Delete (Delete)
Shift + DELETE (Permanently delete selected items without placing the item in the recycle bin)
When CTRL pulls an item (selected item copy)
Ctrl + Shift when pulling an item (create a shortcut of selected items)
CTRL + Right Arrow (Move insert point at next word start)
CTRL + Left Arrow (Move insert point at the beginning of previous sound)
CTRL + Down Arrow (Move insert point at start of next paragraph)
CTRL + Up Arrow (Remove insert point at start of previous article)
Arrows with Ctrl + Shift (text will highlight a block sound)
Ctrl + A (Select all)
ALT + ENTER (see feature for selected items)
Alt + F4 (close the active item, or exit the active program)
ALT + ENTER (Selected object features displayed)
ALT + Spacebar (open active window shortcut menu)
Ctrl + F4 (Active Document Close Program That You Have Multiple Documents Active In Opensimultaneou Ceyana)
ALT + TAB's (Switch to open items)
Alt + Esc (Bicycle via item so they opened)
Shift + F10 (shortcut menu display for selected items)
ALT + Spacebar (Display System Menu for Active Windows)
Ctrl + Esc (Start Menu Display)
ALT + following letter (display related menu) Underline letter of a command name on an open menu (compatible command operator)
Right Arrow (Open menu on the right side, or open a submenu)
Left Arrow (open menu on the left, or off a submenu)
BACKSPACE (Check my computer or windows explorer folder onelevel up)
Ctrl + Tab (forward through the tab)
CTRL + Shift + Tab (Back by Tab)
Tab (moving through the options)
Shift + Tab (Back by options)
ALT + Following Letter (choose matching command drive or related option)
ENTER (Command Driving for Active Options or Buttons)
Spacebar (choose or check box clean if active option is a check box)
BACKSPACE (Open one layer up in any folder if selected as save or open dialogue box (Collect)
TANJIR AHAMED

No comments

Theme images by Blogger. Powered by Blogger.