Covid 19 Vaccinee Registration
মহামারি করোনাভাইরাসের টিকা নিতে জনসাধারণের জন্য নিবন্ধনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করা যাবে। এবার নিবন্ধনের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। এছাড়া এবার টিকা নিবন্ধনের অগ্রাধিকার তালিকায় যুক্ত হয়েছেন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও আইনজীবী। এমনকি ৫৫ বছর বয়সী রোহিঙ্গারাও নিবন্ধন করতে পারবেন।
জানা যায়, এবার শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে প্রথমে তালিকাভুক্ত হবেন। তারপর প্রতিষ্ঠানের মাধ্যমে সেই তথ্য সঠিকভাবে সুরক্ষা অ্যাপে সংযুক্ত করা হবে। তবেই তারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের নিয়ম
• করোনার টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েবসাইটের মাধ্যমে। পাশাপাশি সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও নিবন্ধন করা যাবে।
• পরিচয় যাচাইয়ে এ অ্যাপে ১৮টি শ্রেণি করা হয়েছে, যার একটি সিলেক্ট করার পর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিবন্ধন শুরু করতে হবে।
• জাতীয় পরিচয়পত্রের নম্বর যাচাই করে সব ঠিক থাকলে স্ক্রিনে নিবন্ধনকারীর নাম দেখানো হবে বাংলা ও ইংরেজিতে। সেখানে একটি ঘরে একটি মোবাইল ফোন নম্বর চাওয়া হবে, যে নম্বরে তাকে পরবর্তীতে টিকাদান সংক্রান্ত তথ্য এসএমএস করা হবে।
• মোবাইল নম্বর দেওয়ার পর একটি ঘর পূরণ করতে হবে, যেখানে জানাতে হবে নিবন্ধনকারীর দীর্ঘমেয়াদী রোগ বা কো-মরবিডিটি আছে কি-না, থাকলে কোন কোন রোগ আছে।
• সেখানে আরেকটি ঘরে জানাতে হবে পেশা এবং তিনি কোভিড-১৯ সংক্রান্ত কাজে সরাসরি জড়িত কি-না।
• তারপর বর্তমান ঠিকানা ও কোন কেন্দ্র থেকে টিকা নিতে ইচ্ছুক তা সিলেক্ট করতে হবে।
• সবশেষে ফরম সেভ করলে নিবন্ধনকারীর দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে ওটিপি। সেই ওটিপি কোড দিয়ে ‘স্ট্যাটাস যাচাই’ বাটনে ক্লিক করলে নিবন্ধনের কাজ শেষ হবে।
• নিবন্ধন হয়ে গেলে টিকার প্রথম ডোজের তারিখ ও কেন্দ্রের নাম এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
• এরপর জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ দিয়ে লগইন করে এসএমএসের মাধ্যমে পাওয়া ওটিপি কোড দিয়ে টিকা কার্ড ডাউনলোড করতে হবে।
• এসএমএসে যে তারিখ দেওয়া হবে, সেই তারিখে টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন।
• এভাবে দুটি ডোজ শেষ হলে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ভ্যাকসিন নেওয়ার সনদ সংগ্রহ করা যাবে।
No comments