Online Student Profile Update
Online Student Profile
মাধ্যিমক ও উচ্চমাধ্যিমক শিক্ষা বোর্ড, যশোর Online Student Profile নামক একটি সফটওয়্যার তৈরী করেছে
যেখানে যশোর বাের্ডর আওতাধীন সকল ছাত্র ছাত্রীর বিগত তথ্যসহ বোর্ড ও প্রতিষ্ঠান তথ্য সংরক্ষণ করা হবে যশোর শিক্ষা বাের্ডর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র -ছাত্রীেক আগামী ৩০-০৮-২০২১ তারিখের মধ্যে নিম্নবর্তী পদ্ধতি অনুসরণ কের Online Student Profile আপেডট করার জন অনুেরাধ করা হলো-
শিক্ষা প্রতিষ্ঠান এর করনীয় :-
১।শিক্ষা প্রতিষ্ঠান বােডর্ র Institute Panel (institute.jessoreboard.gov.bd) ভিজিট করেবন
২।এরপর Institute Panel এর লগইন
পেজে শিক্ষা প্রতিষ্ঠান EIIN ও Password দিয়ে লগইন করেব।
৩।লগইন করার পর বামপােশর
মেনুবার থেক Student Profile
মেনুতে ক্লিক করেল লগইনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের
সকল ছাত্র -ছাত্রীর তালিকা পাওয়া যাবে।
৪।উক্ত ছাত্র -ছাত্রীর তালিকার ডানপােশ ছাত্র -ছাত্রী/অভিভাবেকর ১১ডিজিটের মোবাইল নম্বর এন্ট্রি করে “Save Mobile নম্বর ” বাটেন ক্লিক করে
মোবাইল নম্বর সেভ করবেন এবং
“Send SMS”
বাটেন
ক্লিক করে
ছাত্র-ছাত্রী কে পাসওয়ার্ড সংবিলত এসএমএস প্রদান করেবন।
ছাত্র ছাত্রীর করনীয় :-
1. SMS এ প্রাপ্ত লিংককে ভিজিট করে বা
(www.jessoreboard.gov.bd) ভিজিট করে বামপাশের মেনু থেকে “Student Profile” বাটেন ক্লিক করবে।
2.এসএমএস এ প্রাপ্ত Stdent ID ও PIN দিয়ে Student Profile এ লগইন করেব।
3.লগইন করার পর স্টুডেন্ট কে নতুন করে একটি Password তৈরি করে নিতে হবে।
৪।লগইন করার পর বামপাশের মেনুবার থেক “My Profile” বাটনে ক্লিক করার পর স্টুডেন্ট সকল তথ্য দেখেত পারেব। এবং “Update My Profile From Jashore Board Data” বাটনে ক্লিক করেল বােডর্র তথ্য থেকে উক্ত স্টুডেন্ট এর তথ্য আপডেট হয়ে যাবে এবং “Update Public Result” বাটনে ক্লিক করলে স্টুডেন্ট JSC, SSC ও HSC পরীক্ষার ফলাফল আপেডট হয়ে যাবে।
5.এরপর বামপােশর মেনুবার ব্যবহার করে স্টুডেন্ট তার অন্যান্য তথ্য সমূহ আপেডট করেব।
6.স্টুডেন্ট অন্য
কারো সাথে তার
প্রোফাইল
শেয়ার করেত চাইেল বামপােশর মেনুবার থেকে “Share Profile link” মেনুতে ক্লিক
করে “Add New” বাটেন ক্লিক করে একটি
লিংক তৈরী করে শেয়ার করেত পারেব।
বিস্তারিত জানতে কলেজে যোগাযোগ করুন।
ধন্যবাদ
Follow me
www.facebook.com/tanjir745
Www.facebook.com/tanjirab745
www.instagram.com/tanjir745
accca
ReplyDeleteThankyou
Deletestay tune www.tanjirabpv.blogspot.com