Tanjir Ahamed

Welcome to my website.Visit my facebook profile facebook.com/tanjir745.

TANJIR AHAMED BADHON
TANJIR AHAMED BADHON

SSC 2021 Assignment Notice

এসএসসি_২০২১_পরীক্ষার্থীদের_এ্যাসাইনসেন্ট_লেখার_কিছু_দিকনির্দেশনা 

 কিভাবে একটা এ্যাসাইনমেন্ট শুরু করবে? 
 প্রয়োজনীয় সামগ্রী 
১।একটি স্কেল
 ২। একটি পেন্সিল 
৩। একটি কালো বলপয়েন্ট কলম
৪। A4 সাইজের কিছু কাগজ নাও লেখার নিয়মঃ
 ১। A4, ডিমমাই বা এইরকম সাইজের কাগজের একপাশে লিখবে (তবে দুই পাশে লেখার অনুমতি আছে)
 ২। স্পষ্ট করে লেখার চেষ্টা করবে 
৩। লেখার ভিতরে কাটা-কাটি না হয় সেদিকে খেয়াল রাখবে ৪। প্রশ্নের সিরিয়াল (১, ২, ৩ . . . /ক, খ, গ . . .) ঠিকরেখে লিখবে ** কাভার পেইজ কীভাবে পুরণ করবেঃ * * কাভার পেইজে তিনটা অংশ আছে 
১। প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে 
২। দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে 
৩। তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে ** মনে রাখতে হবে কাভার পেইজ এর তিনটা অংশই ইংরেজীতে পূরণ করতে হবে। এ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগন পূরণ করবে তার প্রথমেই আছে এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর **
 এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরঃ তুমি যে এ্যাসাইনমেন্টেটি তৈরি করবে, সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নম্বর দেওয়া আছে। "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" প্রশ্নে দেখো এর প্রথম ঘরেই এ্যাসাইনমেন্ট নম্বর ১ লেখা আছে । তাহলে তুমি ক্রমিক নম্বরে লিখবে, ১। কারণ তুমি ১ নম্বর শুরু করছো‌। যদি ২ হয়, তাহলে লিখবে ২। (এটা ইংরেজীতেই লিখবে) ** শিরোনামঃ তুমি যদি "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" শুরু করো, তাহলে শিরোনাম পয়েন্টে লেখা আছে, ' ইতিহাস পরিচিতি '। কাজেই তোমার শিরোনামে এই লেখাটি লিখতে হবে। 
 ** বিষয় কোড ও বিষয়ের নামঃ এটা তোমার এ্যাসাএনমেন্টে এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে।" বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" হলে লিখবে বিষয় কোড "153"। (এটা ইংরেজীতেই লিখবে) বিষয়ের নামঃ "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" 
 ** শিক্ষাবোর্ডের নামঃ এখানে শুধু জেলার নাম লিখবে না । যেমন (ঢাকা / যশোর / রাজশাহী)। বরং তুমি লিখবে (Dhaka Board/ Jashore Board / Rajsahi Board)। (এটা ইংরেজীতেই লিখবে) 
 ** রেজিষ্ট্রেশন নম্বরঃ এটা তোমার এস.এস.সি এর রেজিষ্ট্রেশন কার্ড থেকে দেখে খুব সতর্কতার সহিত লিখবে যেনো কোনো প্রকার ভুল না হয়। তোমার জে.এস.সি রেজিষ্ট্রেশন দেখে লিখলেও হবে কারণ জে.এস.সি এবং এস.এস.সি একই রেজিষ্ট্রেশন নম্বর। (এটা ইংরেজীতেই লিখবে) 
 ** শিক্ষার্থীর নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে তোমার নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে) 
 ** পিতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার পিতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে) 
 ** মাতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার মাতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে) 
 ** কাভার পেইজে তোমার কাজ শেষ। আর কোথাও তোমার হাত দেওয়ার প্রয়োজন নাই! 
 ** কিভাবে এ্যাসাইনমেন্ট লেখা শুরু করবোঃ এবার এসো A4, ডিমাই বা এই ধরণের সাইজের পেইজ নিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে ফেলি। কালো বলপয়েন্ট কলম দিয়ে লেখা শুরু করি। "এ্যাসাইনসেন্ট -০১" লিখে নিচে প্রথমে "ক" শেষ করে তারপর "খ" তারপর "গ" ধারাবাহিকভাবে আমরা পেইজের একপাশেই লিখি। অন্য পাশে খালি রাখি। একটা দাগ বা পেইজের পাশে কোনো ফুল বা পাপড়ি আঁকার প্রয়োজন নাই ।
 ** অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো কালারিং পেন ব্যবহার না করাই ভালো। লেখা শেষ হলে পূরণ করা কাভার পেইজের সাথে এই লেখাগুলো পিনআপ করে নাও। তোমার একটা অ্যাসাইনমেন্টের হয়ে গেলো। এভাবে এ্যাসাইনমেন্টগুলো তৈরী কর। শেয়ার করে সকল শিক্ষার্থীদের জানিয়ে দিন। 


Tanjir Ahamed Badhon
Follow me : www.facebook.com/tanjir745
www.facebook.com/tanjirab745
www.instagram.com/tanjir745

No comments

Theme images by Blogger. Powered by Blogger.