11th Week Biology Assigment Solution
Biology 11th week Assignment answer
১ নং প্রশ্নের উত্তর
জাইগোটিন :
এ উপ - পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম একটি জোড়ার সৃষ্টি করে । হোমোলোগাস ক্রোমোসোমদ্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণই এ জোড়া সৃষ্টির কারণ । জোড়া সৃষ্টি কার্য ক্রোমোসোমদ্বয়ের একপ্রান্ত হতে আরম্ভ হয়ে অন্যপ্রান্তে শেষ হতে পারে , অথবা সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যে আরম্ভ হয়ে দু'দিকে ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে , অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে । দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে | সিন্যাপসিস ) ( synapsis ) বলে । প্রতিটি জোড়বাঁধা ক্রোমোসোম জোড়াকে ( যুগলকে ) বাইভেলেন্ট ( bivalent ) বলে । কোষে যতগুলো ক্রোমোসোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভেলেন্ট সৃষ্টি হবে । নিউক্লিয়োলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনো দেখা যায় । প্রাণিকোষের ক্ষেত্রে সেন্ট্রিয়োলে বিভক্তির সূচনা ঘটে ।
২ নং প্রশ্নের উত্তর
মায়োসিস -১ এর প্যাকাইটিন উপ - পর্যায়ে এক জোড়া সমসংস্থ ক্রোমোসোমের দুটি নন - সিস্টার ক্রোমাটিড - এর মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে ।
ক্রসিং ওভারের কৌশল :
i) দুইটি ননসিস্টার ক্রোমোটিড একই স্থান বরাবর ভেঙে যায়।
ii ) পরে একটির অংশের সাথে অপরটির অন্য অংশ পুনরায় জোড়া লাগে ligase- এনজাইমের প্রভাবে । ফলে কায়াজমা ( X আকৃতি ) সৃষ্টি হয় ।
iii ) শেষ পর্যায়ে প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয় । ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে , সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে
ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য :
১। জিনগত পরিবর্তন সাধিত হয় ।
২।জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয় ।
৩। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকুলে আসে বৈচিত্র্য , সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা , আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি ।
৪। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায় । এভাবেই ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা হয় ।
৫। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব ।
৬ গবেষণার ক্ষেত্রেও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে ।
৭। ক্রোমোসোমে জিনের অবস্থান নির্ণয় ।
৮। জেনেটিক ম্যাপ তৈরি করা ।
৩নং প্রশ্নের উত্তর
মিয়োসিস ১ এর শেস ২ টি উপপর্যায় হলো ১।ডিপ্লোটিন ২। ডায়াকাইনেসিস।
নিচে পার্থক্য দেওয়া হলো : (ছক করে লিখতে হবে)
ডিপ্লোটিন | ডায়াকাইনেসিস |
ডিপ্লোটিন প্রোফেজ - ১ এর চতুর্থ পর্যায় | ডায়াকাইনেসিস প্রোফেজ -১ এর পঞ্চম পর্যায় । |
ডিপ্লোটিন এ নিউক্লিওলাস উপস্থিত | ডায়াকাইনেসিস এ নিউক্লিওলাস অনুপস্থিত |
নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায় না | নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায় |
বিকর্ষণের ফলে দুটি কায়েজমাটার মধ্যবর্তী স্থানে ফাস বা লুপের ( loop ) সৃষ্টি হয় | লুপ সৃষ্টি হয় না |
No comments